ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষকের বিরুদ্ধে ৩য় শ্রেণির ছাত্রীকে নিপীড়নের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
শিক্ষকের বিরুদ্ধে ৩য় শ্রেণির ছাত্রীকে নিপীড়নের অভিযোগ

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে এক প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ৩য় শ্রেণির এক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের নাম মাহামুদুল হাসান মজিদ।

তিনি বাহাদুরাবাদ ইউনিয়নের আজিজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুন্নাহার শেফার নিকট লিখিত আবেদন দেওয়া হয়েছে।  আবেদনে ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়।

এদিকে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সহকারী শিক্ষা অফিসারের নেতৃত্বে দুই সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা ঘটনা তদন্ত করছেন।

বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা বাংলানিউজকে জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।