ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত ফাইল ছবি

নাটোর: নাটোরের সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. জয় আহমেদ (১৬) মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মো. জজ (১৫) নামে আরেক কিশোর।

 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার চামারী ইউনিয়নের সোনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত জয় ওই ইউনিয়নের গুটিয়া গ্রামের কালামের ছেলে। আহত জজ একই এলাকার বাসিন্দা।  

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরের দিকে জয় ও জজ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। এ অবস্থায় নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে আরোহী দু’জনই গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জয়ের মৃত্যু হয়। আর অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় জজকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।