ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শান্তিপুর অরণ্য কুটিরে চলছে গণপ্রব্রজ্যা গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
শান্তিপুর অরণ্য কুটিরে চলছে গণপ্রব্রজ্যা গ্রহণ চলছে গণপ্রব্রজ্যা গ্রহণ অনুষ্ঠান। 

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ির শান্তিপুর অরণ্য কুটিরে চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তৃতীয় গণপ্রব্রজ্যা গ্রহণ অনুষ্ঠান।  

১০ দিনব্যাপী ২৯৪ জন শ্রামণ ধর্মীয় নানা বিষয়ে শিক্ষা নেবেন।

১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ আয়োজন চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। থাইল্যান্ড থেকে ২১ জন ধর্মীয় প্রশিক্ষক নানা বিষয়ে শিক্ষাদান করছেন।  

এ সময় অংশগ্রহণকারীদের ধর্মীয় পরিবেশ, আচার, রীতি-নীতির মধ্য দিয়ে থাকতে হবে। তাদের প্রতিদিন সকালে মেডিটেশন, বিভিন্ন এলাকায় গিয়ে পিণ্ডচরণ করতে হবে।

প্রব্রজ্যা শব্দের অর্থ হলো সন্ন্যাস জীবন গ্রহণ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি অত্যন্ত পবিত্র একটি ধর্মীয় অনুষ্ঠান। প্রত্যেক বৌদ্ধ ধর্মাবলম্বী সারাজীবনে একবার হলেও প্রব্রজ্যা গ্রহণ করে থাকেন।

পানছড়ির শান্তিপুর অরণ্য কুটির উন্নয়ন কমিটিরসহ সাধারণ সম্পাদক অরুনাঙ্কর চাকমা বলেন, নীতিনৈতিকতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, সময়জ্ঞান, একতার শিক্ষা লাভের এ এক বিশেষ সুযোগ।

জাগতিক মোহ-মায়া, পাপ বর্জন করে অবিদ্যা, অজ্ঞতা দুঃখকে বিনাশ করে জীবনের তত্ত্বকে আত্মা উপলব্দির লক্ষ্যে প্রব্রজ্জ্যা গ্রহণ করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।