ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে বেড়াতে এসে বাসের ধাক্কায় প্রাণ হারালেন শফিকুল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
মিরপুরে বেড়াতে এসে বাসের ধাক্কায় প্রাণ হারালেন শফিকুল প্রতীকী ছবি

ঢাকা: রাজধানী মিরপুর থানাধীন সেনপাড়া এলাকায় বাসের ধাক্কায় শফিকুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি সাভার থেকে মিরপুরের সেনপাড়ায় বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান।

তিনি জানান, সেনপাড়া মেট্রো রেলের ২২৬ নম্বর পিলার সংলগ্ন রাস্তায় বাসের ধাক্কায় গুরুতর আহত হন শফিকুল। এ অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে আল-হেলাল হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।

পুলিশ খবর পেয়ে রাতে আল-হেলাল হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, শফিকুল সাভার এলাকায় থাকতেন। মিরপুর এলাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে। ঘটনার পরপরই বাসসহ চালককে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।