ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মারা গেলেন অ্যাম্বুলেন্স চালক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মারা গেলেন অ্যাম্বুলেন্স চালক

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে হারেজ মিয়া (৪৩) নামে এক অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে খুলনা-মোংলা মহাসড়কের  পাওয়ার হাউজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

নিহত হারেজ মিয়া যশোর জেলা সদরের ভেকুটিয়া এলাকার মৃত খন্দকার আমিন হোসেনের ছেলে।

মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাদীউজ্জামান জানান, খুলনা থেকে অ্যাম্বুলেন্সে সিজারিয়ান এক মৃত বাচ্চাসহ ৪ জনকে নিয়ে মোংলার উদ্দেশ্যে রওনা দেন হারিজ মিয়া। পথে মোংলার পাওয়ার হাউজ এলাকায় থামানো গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা খায় অ্যাম্বুলেন্সটি। এতে ঘটনাস্থলেই চালক হারিজ মিয়ামারা যান। পরে অ্যাম্বুলেন্সে থাকা আহতদের উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।