বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরে টেলিফোন এক্সচেঞ্জ অফিসে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে বাংলাদেশ টেলিফোন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) তালাবদ্ধ অফিসে সংঘবদ্ধ চোরের দল কলাপসিবল গেটের তালা এবং রুমের তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করে।
এ সময় অফিসে থাকা চার সেট ব্যাটারির মধ্যে নীচতলায় থাকা দুই সেট ২৪টি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে টাওয়ারের নেটওয়ার্ক চালু রাখার জন্য এই ব্যাটারিগুলো ব্যবহৃত হতো।
জানা যায়, সারাদেশে টেলিফোন অফিসে কোটি টাকার যন্ত্রপাতি থাকা সত্বেও ওই অফিসগুলোতে কোনো নৈশপ্রহরীর পদ নেই। নৈশপ্রহরী ছাড়া সারাদেশের অফিসগুলো অরক্ষিত অবস্থায় রয়েছে। যে কোনো সময় চুরিসহ বড় ধরণের নাশকতার ঘটনা ঘটতে পারে বলে কর্মকর্তা-কর্মচারীরা আশংকা প্রকাশ করেছেন।
ম্যানেজার শামিম আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় অপরেটর বনানী সিমলাই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদরর্শন করেছেন। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এমএস