ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

২৮ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না! 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
২৮ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না! 

ঢাকা: নেত্রকোনার কলমাকান্দা এলাকায় ১৪ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল রাজ্জাক ওরফে জাকির হোসেনকে আটক করেছে র‍্যাব-৩।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, আসামি আব্দুল রাজ্জাক ওরফে জাকির হোসেন দীর্ঘ ২৮ বছর ধরে পলাতক থেকে জীবন-যাপন করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।  

এ বিষয়ে রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর টিকাটুলির র‍্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এসজেএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।