ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ইয়াবাসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
গাজীপুরে ইয়াবাসহ গ্রেফতার ৩

গাজীপুর: গাজীপুরে ১ হাজার ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাদের গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটনের গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- রিপন (৪০), কালাম সরকার (২৪) ও রিপন ওরফে কুলু রিপন (৩৭)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-মিডিয়া) আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা এলাকায় অভিযান চালায় গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় রিপনের কাছ থেকে ৮৭১ পিস ইয়াবা, কালাম সরকারের কাছে ১০০ পিস ইয়াবা ও রিপন ওরফে কুলু রিপনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।