ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

অপরাধ প্রতিরোধে পুলিশের নেতৃত্বে কাজ করবেন স্বেচ্ছাসেবকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
অপরাধ প্রতিরোধে পুলিশের নেতৃত্বে কাজ করবেন স্বেচ্ছাসেবকরা

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জাপানের সহযোগিতা সংস্থা জাইকার যৌথ উদ্যোগে বাংলাদেশ পুলিশের অপরাধ প্রতিরোধে দক্ষতা জোরদার করার প্রকল্পের ভিত্তিতে পাইলট প্রকল্প শুরু হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ডিএমপির সবুজবাগ থানা এলাকায় এ পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়।

প্রকল্পের আওতায় পুলিশ-জনতা যৌথ অপরাধ প্রতিরোধ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে সবুজবাগ থানা এলাকার প্রায় ৬০ জন স্বেচ্ছাসেবককে ৬টি বিট এলাকায় ভাগ করে সংশ্লিষ্ট বিট ইনচার্জের নেতৃত্বে কর্মসূচি পালন করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

অপরাধ প্রতিরোধ কার্যক্রমের এবারের মূল উপজীব্য- ‘মাদকের বিরুদ্ধে ৩টি মূলনীতি: দেখবেন না! স্পর্শ করবেন না! কিনবেন না। ’

ডিএমপি মতিঝল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খানের সভাপিতত্বে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খন্দকার মহিদ উদ্দিন।

অনুষ্ঠানে জাইকার সিনিয়র প্রতিনিধি তাকাহিরো নাকামুরাসহ অন্যান্য প্রতিনিধিরা, থানা এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় জনপ্রতিনিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি পাইলট প্রকল্পের উদ্বোধন করার পর অতিথিরা লিফলেট বিতরণ কর্যক্রমে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।