ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি ১৬ বছর পর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৭ পিএম, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি ১৬ বছর পর আটক

ঢাকা: বগুড়ার শিবগঞ্জে একটি ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিনাজুলকে (৩৫) আটক করেছে র‌্যাব-৩।

গ্রেফতার মিনাজুল গাইবান্দার গোবিন্দগঞ্জ থানার রতনপুর গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে।

 

রোববার (১৯ ফেব্রুয়ারি) র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।  

র‌্যাব অধিনায়ক জানান, আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায় ২০০৭ সালে একটি ধর্ষণ মামলার প্রধান আসামি। মামলার পর থেকে তিনি পলাতক জীবন যাপন করে আসছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালে আদালত মিনাজুলকে যাবজ্জীবন সাজা দিয়ে রায় ঘোষণা করেন।  

আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এসজেএ/এনএস

বাংলাদেশ সময়: ১২:৩৭ পিএম, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।