ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঢাকা: প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় ইমন হোসেন তোতা (৩৫) নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর গুলিস্তান থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইমন ঝিনাইদহের কালীগঞ্জ থানার সুন্দরপুর এলাকার মো. জালাল জর্দ্দারের ছেলে।

র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, আসামির নামে ২০১১ সালে ঝিনাইদহ আদালতে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করার দায়ে একটি মামলা রয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ওই মামলায় আদালত ২০১৭ সালে তাকে দুই বছরের কারাদণ্ড দেন। মামলার রায় ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন।  

তার নামে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।