ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৪ ঘণ্টা পর নিভল গুলশানের আগুন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
৪ ঘণ্টা পর নিভল গুলশানের আগুন  ঘটনাস্থলে জনতার ভিড়, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর গুলশান থানাধীন শাহজাদপুর এলাকার একটি ভবনে লাগা আগুন চার ঘণ্টার চেষ্টায় নিভিয়েছে ফায়ার সার্ভিস।  

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নেভে।
 
রাতে এ তথ্য জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার।

তিনি জানান, আগুনের সংবাদ পাওয়া গেছে মূলত  সন্ধ্যা ৬ টা ৫৯ মিনিটে। ধাপে ধাপে মোট ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এখনো নির্বাপনের ঘোষণা দেওয়া হয়নি। ফায়ার সার্ভিসের লোকজন সেখানে কাজ করছেন। কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে জানা যাবে।

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।