ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

গুলশানে আগুন,আটকে পড়া ২২ জনকে জীবিত উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
গুলশানে আগুন,আটকে পড়া ২২ জনকে জীবিত উদ্ধার 

ঢাকা: রাজধানীর গুলশান থানাধীন শাহজাদপুর এলাকার বহুতল একটি ভবনে আগুন লাগার ঘটনায় শিশুসহ  ২২ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের মধ্যে নয়জন পুরুষ, ১২ জন নারী ও একটি শিশু রয়েছেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত সাড়ে ১১টার দিকে আগুন নিভেছে। ১১৪ জনবল নিয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এখন ভবনে তল্লাশি চলছে।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২তলা ভবনের ৭ম তলায় আগুন লাগে।  

এ ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ভবন থেকে লাফিয়ে পড়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
 এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।