ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুলশানে আগুন, ভবন থেকে মালামাল সরাচ্ছে বাসিন্দারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
গুলশানে আগুন, ভবন থেকে মালামাল সরাচ্ছে বাসিন্দারা

ঢাকা: রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় আবাসিক ভবনটি থেকে মালামাল সরিয়ে নিচ্ছে ভবনটির বাসিন্দারা। প্রয়োজনীয় জিনিসপত্র প্রাইভেটকার, কাভার্ডভ্যানে ও ভ্যানে করে সরিয়ে নিচ্ছেন তারা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ভবনটি থেকে প্রাইভেটকার ও ভ্যানে করে জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক গুলশানে আগুন লাগা ভবনের এক ফ্লাট মালিকের কর্মচারী বলেন, এখানে কিছু মালপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নিতে এসেছি। মালপত্রগুলো আমার নয় আমার মালিকের। আর কিছু বলতে পারবো না। এখন ব্যস্ত আছি।

এর আগে, রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান ২-এর ১২ তলা ভবনে আগুন লাগে। প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। এ ঘটনায় ভবন থেকে লাফিয়ে পড়ে আনোয়ার হোসেন (৩০) ও রাজু নামে দুজন নিহত হন। আহত হন আরও কয়েকজন। নিহত আনোয়ার ওই ভবনের ১২ তলায় বসবাসরত বিসিবির অন্যতম পরিচালক ফাহিম রহমানের কেয়ারটেকার ছিলেন, রাজু ছিলেন তার পরিবারের বাবুর্চি। এ ঘটনায় শিশু ও নারীসহ ২২ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে রাতেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এমএমআই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।