ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লবণ শিল্পের উন্নয়নে কক্সবাজারে চাষিদের সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
লবণ শিল্পের উন্নয়নে কক্সবাজারে চাষিদের সভা

কক্সবাজার: প্রান্তিক লবণচাষী ও মিল মালিক-কোম্পানির মধ্যে উৎপাদন সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি এ শিল্পের উন্নয়নে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে লবণ চাষীদের মতবিনিময় সভা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার শহরের অভিজাত এক হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

মোল্লা সল্ট ইন্ডাস্ট্রি লিমিটেডের উদ্যোগে আয়োজিত সভায় প্রান্তিক চাষীদের নানা সুবিধা-অসুবিধা ও লবণ শিল্পে সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।

‘অটুট বন্ধনে সমৃদ্ধ পথচলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের মত অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাঠ পর্যায়ে লবণের মূল্য কমে যাওয়া, চাষীদের কষ্ট, কিভাবে লবণ শিল্পে লাভবান হওয়া যাবে এবং চলতি মৌসুমে চাহিদার চেয়ে বেশি উৎপাদনের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- মোল্লা সল্ট ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মোল্লা। এতে চাষী সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল চৌধুরীসহ মোল্লা সল্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শতাধিক লবণ চাষী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।