ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামাইয়ের ফার্মেসিতে মিলল শ্বশুরের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
জামাইয়ের ফার্মেসিতে মিলল শ্বশুরের মরদেহ

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় জামাইয়ের ফার্মেসি ও স্টেশনারি দোকান থেকে বৃদ্ধ শ্বশুরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পয়সা বন্দর পূর্বপাড় এলাকার ওই দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃতের নাম শাহজাহান বক্তিয়ার (৭৭)। তিনি চাঁদত্রিশিরা গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার পরিদর্শক মো. গোলাম ছরোয়ার জানান, অন্য দিনের মতো সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পয়সা বন্দর পূর্বপাড় এলাকায় মেয়ে-জামাই মিজানুর রহমানের ফার্মেসি ও স্টেশনারি দোকান বন্ধ করে ভেতরে ঘুমিয়ে পড়েন বৃদ্ধ শ্বশুর শাহজাহান বক্তিয়ার।

কিন্তু মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি দোকান না খোলায় বাজারের ব্যবসায়ী ও তার স্বজনরা ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দোকানের ঝাপের রড খুলে ভেতরে ঢুকে বৃদ্ধ শাহজাহান বক্তিয়ারকে দোকানে মৃত অবস্থায় দেখতে পায়।

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ শাহজাহানের মরদেহ উদ্ধার করে।

মৃতের স্বজনদের দাবি, তিনি এর আগে একাধিকবার হৃদরোগে আক্রান্ত হন। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান আগৈলঝাড়া থানা পরিদর্শক মো. গোলাম ছরোয়ার। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এমএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।