ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে দর্শনা হয়ে ভারতে ফিরল মৈত্রী সাইকেল র‍্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে দর্শনা হয়ে ভারতে ফিরল মৈত্রী সাইকেল র‍্যালি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ফিরে গেল বাংলাদেশে আসা ভারতীয় মৈত্রী সাইকেল র‍্যালির ১৪ সদস্যের প্রতিনিধিদল।  

বুধবার (২২  ফেব্রুয়ারি) দুপুরে এ পথ দিয়ে তারা নিজ দেশে ফেরেন।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসে ভারতীয় ১৪ সদস্যের সাইকেল র‍্যালি।  

র‌্যালির দলনেতা লোপা মিত্র বলেন, বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক। মায়ের ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে ও বীর শহীদদের স্মৃতির মিনারে ফুল দিতে পশ্চিমবঙ্গ ও কলকাতা থেকে আমরা ১৪ জন সাইকেল চালিয়ে গত ১৬ ফেব্রুয়ারি বেনাপোল চেকপোস্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করি।  

তিনি বলেন, সব কার্যক্রম শেষে ও বাংলাদেশিদের সার্বিক সহযোগিতায় আজ দেশে ফিরে যাচ্ছি। ধন্যবাদ বাংলাদেশ।

দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ আবু নাঈম তাদের ফিরে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।