ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কৃষি জমির মাটি কাটায় নবাবগঞ্জে একজনের কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
কৃষি জমির মাটি কাটায় নবাবগঞ্জে একজনের কারাদণ্ড

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গোবিন্দপুর এলাকায় কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে নজরুল ইসলাম নামে একজনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু ও মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়েছে।

 

কারাদণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম দোহার উপজেলার নারিশা এলাকার ইস্রাফিল বেপারির ছেলে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিমের ভ্রাম্যমাণ আদালতে তাকে এ দণ্ড দেওয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দপুর চক এলাকায় কৃষি জমির মাটি কাটাকালে ঘটনাস্থল থেকে হাতেনাতে নজরুলকে আটক করা হয়। পরে নিবাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে নজরুলকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

নিবাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম জানান, নবাবগঞ্জ উপজেলায় কৃষি জমি রক্ষায় আইনানুগ ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।