ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অটোরিকশাচালকের লাথিতে ক্যানসার রোগীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
অটোরিকশাচালকের লাথিতে ক্যানসার রোগীর মৃত্যু

সিলেট: ভাড়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে জালাল উদ্দিন (৪৮) নামে এক ক্যানসার রোগীকে লাথি মারেন সিএনজি অটোচালক আব্দুল্লাহ আল মামুন। পেটের নিচে লাথি লাগায় সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন জালাল।

স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট সদর উপজেলার শাহপরাণ থানার বটেশ্বর বাজারে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিন উপজেলার বটেশ্বর এলাকার কানুগুল গ্রামের মৃত কটন মিয়ার ছেলে। অভিযুক্ত সিএনজিচালক মামুন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউপির করিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

এসএমপির শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শাহপরাণ থানায় হত্যা মামলা দায়ের করেন।  

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ওই মামলায় অভিযুক্ত মামুনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, জালাল উদ্দিন ক্যানসার রোগী ছিলেন। তাকে থেরাপিও দেওয়া হচ্ছিল। বুধবার সন্ধ্যা ৬টার দিকে বটেশ্বর বাজারে ভাড়া নিয়ে অটোরিকশাচালক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান জালাল। এক পর্যায়ে তাকে পেটের নিচে লাথি মারেন মামুন।  

তিনি বলেন, ময়নাতদন্তের পর বৃহস্পতিবার বিকেলে নিহতের মরদেহ স্বজনরা নিয়ে দাফন করেছেন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এনইউ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।