ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাংনীতে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
গাংনীতে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুরে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল ওয়াহবকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে গাংনীর বাহাগুন্দা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল ওহাব গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের শুকুর আলীর ছেলে। তার বিরুদ্ধে থাকা জিআর ২১৭/১৮ ইং মামলায় আদালত তাকে ১ বছরের সাজা দেন। এর পর থেকে ওহাব পলাতক ছিলেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতার ওহাবকে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।