ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘাটে পড়েছিল সাবেক ইউপি সদস্যের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ঘাটে পড়েছিল সাবেক ইউপি সদস্যের মরদেহ

নরসিংদী: নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) স্বপর মিয়ার (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাঁশগাড়ি ইউনিয়নের বটতলী কান্দি গ্রামের জোরবিল্লার ঘাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত স্বপন মিয়া বাঁশগাড়ি ইউনিয়নের বটতলী কান্দি গ্রামের হাজী সিরাজ মিয়ার ছেলে। তিনি বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাঁশগাড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের মধ্যে দীর্ঘদিন ধরেই এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে একাধিক হামলার ঘটনার ঘটেছে। এতে উভয়েরই সর্মথকের মৃত্যুসহ অনেকে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে স্বপন মেম্বার বাড়ি থেকে মাছ ধরার জন্য বের হন। এরপর তিনি রাতে আর বাড়ি ফেরেননি। সকালে বটতলী কান্দি গ্রামের জোরবিল্লার ঘাটে তার মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ধারনা করা হচ্ছে, অজ্ঞাতনামা দূর্বৃত্তরা রাতের যে কোনো সময়ে তাকে হত্যা করে এখানে ফেলে রেখে যায়।

বাঁশগাড়ি ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মীর মাহবুব বলেন, সকালে স্বপন মেম্বারের মরদেহ জুরবিলা ঘাট থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতালে তার মুখ ও কাধেঁ বড় ধরনের ক্ষত লক্ষ্য করা গেছে। এই ক্ষতগুলো গুলির সাহায্যে হতে পারে। লাশ রায়পুরা থানায় পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।