ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উখিয়ায় ইমামের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
উখিয়ায় ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজার: ‘অপহরণের ১৪ ঘণ্টা পর’ কক্সবাজারের উখিয়ায় আশ্রয় শিবিরের মসজিদের ইমাম সামসু আলমের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সীমানা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।



পুলিশ জানিয়েছে, সামসু আলম রোহিঙ্গা আশ্রয় শিবিরের স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।

স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বসতঘর থেকে সামসু আলমকে মুখোশ পরা একদল দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ সকালে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা এপিবিএন পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ওসি বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ব্যক্তিগত প্রতিপক্ষ বা কোনো দুষ্কৃতিকারীগোষ্ঠী সামসু আলমকে অপহরণ করে এ খুনের ঘটনা ঘটিয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি শেখ মোহাম্মদ আলী।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।