ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

পঞ্চগড়: পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার জগদল এলাকায় নিজ বাড়িতে গ্রেফতার হন এই জামায়াত নেতা।

পরদিন (শনিবার) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠায় পুলিশ।  

গ্রেফতার দেলোয়ার হোসেন জগদল  এলাকার কলিমদ্দীন শেখের ছেলে। পঞ্চগড়ে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় দায়ের করা ৫টি পৃথক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।  

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা এসব বিষয় বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০২২ সালের ২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর বল প্রয়োগ, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ এবং জানমালের ক্ষয়ক্ষতির অভিযোগে পুলিশের করা মামলায় জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।