ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় আগুনে পুড়ল ৪ গরু

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
নলডাঙ্গায় আগুনে পুড়ল ৪ গরু

নাটোর: নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে হারুন অর রশীদ নামে এক কৃষকের গোয়াল ঘর ভভষ্মিভুত সহ ৪ গোবাদি পশু (গরু) মারা গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার সময় উপজেলার দুর্লভপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হারুন অর রশীদ ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।  

খাজুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ২ নম্বর ওয়ার্ড সদস্য এসএম আমজাদ হোসেন মন্টু এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শনিবার সন্ধ্যা রাতে বাড়িসংলগ্ন গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে দিয়েছিলেন কৃষক হারুনুর রশীদ। ওই গোয়াল ঘরে একটি গাভী, দুইটি এড়েঁ গরু ও একটি বোকনাসহ ৪টি গরু রাখা ছিল। রাত আনুমানিক দুইটার দিকে ওই গোয়াল ঘরে আগুন লাগে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন হারুনুর রশীদ ও তার পরিবারের লোকজন। কিন্তু মুহুর্তের মধ্যে তার গোয়ালঘর ও ৪টি গরু পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। পরে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।