ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে ১০ তলা থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
মিরপুরে ১০ তলা থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিক নিহত মিরপুর মডেল থানা: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মিরপুরের বড়বাগ এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন-রায়হান (১৮) ও রহিম (১৯)।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন।

তিনি জানান, মিরপুর বড়বাগ এলাকায় হাবিব টাওয়ারের ১০ তলার বাইরের দিকে প্লাস্টারের কাজ করার সময় বাঁশের মাচা ভেঙে নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।