ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেশার টাকা জন্য শিকলে বেঁধে স্ত্রীকে নির্যাতন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
নেশার টাকা জন্য শিকলে বেঁধে স্ত্রীকে নির্যাতন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশার টাকা দিতে না পারায় নিজের স্ত্রীকে দুই দিন ঘরে তালাবদ্ধ করে খুঁটির সাথে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে বিল্লাল নামের এক মাদকসেবীর বিরুদ্ধে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ ঘটনায় নির্যাতিতা স্ত্রী তাসলিমা আক্তার (৩৩) বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।



২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে এ ঘটনা ঘটে।  অভিযুক্ত বিল্লালকে আটক করেছে পুলিশ।  

অভিযোগের সূত্রে জানা যায়, ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের মৃত হানিফ ভূঁইয়ার ছেলে বিল্লালের সঙ্গে একই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে তাসলিমা আক্তারের ১৬ বছরের বিবাহিত সংসার। তাদের চারটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্ত্রী জানতে পারেন তার স্বামী বিল্লাল একজন মাদকসেবী। তিনি স্ত্রী-সন্তানদের ভরণপোষণ তো দেয়ই না বরং নেশার টাকার জন্য প্রতিনিয়ত স্ত্রী তাসলিমা আক্তার ও তার নিজের ৬০ বছরের বৃদ্ধা মা ফাতেমা বেগমকেও শারীরিকভাবে নির্যাতন করেন এবং নেশার টাকা না দিলে তাদেরকে মেরে ফেলার হুমকি দেন। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত দুই দিন ধরে বসতঘরে তালাবদ্ধ করে এবং ঘরের খুঁটির সাথে শিকল দিয়ে বেঁধে রেখে স্ত্রী তাসলিমা আক্তারের ওপর শারীরিক নির্যাতন চালান বিল্লাল। পরে সোমবার সকাল ৮টায় শাশুড়ি ফাতেমা বেগম এলাকার গণ্যমান্য লোকজনকে ডেকে এনে তাসলিমাকে নির্যাতনের কবল থেকে উদ্ধার করে থানায় পাঠায়।

তাসলিমা জানান, মাদকের টাকা না দিলে প্রতিনিয়ত আমাকে মারধর করেন তার স্বামী।

আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।