ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

স্কুলছাত্রীকে উত্যাক্ত করায় বখাটের ৬ মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
স্কুলছাত্রীকে উত্যাক্ত করায় বখাটের ৬ মাসের কারাদণ্ড

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে স্কুলছাত্রীকে উত্যাক্ত করার অভিযোগে শহিদুল ইসলাম (২০) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ফকিরহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার ভ্রাম্যমাণ আদালতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মাদারীপুর জেলার কালকিনির নতুন চর দৌলতখান গ্রামের মো. মোয়াজ্জেম হাওলাদারের ছেলে। সে বর্তমানে ফকিরহাট এলাকায় খাবারের হোটেলের ব্যবসা করেন।

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায় বলেন, সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে এক শিক্ষার্থীকে ওই যুবক উত্যাক্ত করে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের অবগত করে স্থানীয়রা ওই যুবককে আটক করেন। পরে উপজেলা প্রশাসনকে জানালে, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার বলেন, নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যাক্ত করার অপরাধে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো যুবক যাতে এ ধরনের কাজ না করে, এজন্য ওই এলাকায় সচেতনামূলক কার্যক্রম চালানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।