ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইয়াবাসহ বাংলালিংক রাশেদ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ইয়াবাসহ বাংলালিংক রাশেদ আটক

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ইয়াবাসহ মাদক কারবারি রাশেদুল ইসলাম ওরফে বাংলালিংক রাশেদকে (৩৫) আটক করেছে কোস্টগার্ড।  

সোমবার (২৭ ফেব্রুয়ারি) হাতিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরেন্য মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে৭৬৫পিস ইয়াবা জব্দ করা হয়।     

আটক বাংলালিংক রাশেদ উপজেলার গুল্লাখালী গ্রামের মো. আলী আজমের ছেলে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাশেদকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার হরন্যে মার্কেট এলাকা থেকে ৭৬৫পিস ইয়াবাসহ বাংলালিংক রাশেদকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮ ২০২৩
এসএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।