ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় দুই মাসে ৬ তক্ষক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
বরগুনায় দুই মাসে ৬ তক্ষক উদ্ধার

বরগুনা: বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা সংলগ্ন ফাতরার বন থেকে একটি জীবিত তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। উদ্ধারকৃত তক্ষকের কথিত আনুমানিক মূল্য কোটি টাকা বলে ধারণা করছেন কোস্টগার্ড।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের ছকিনা স্টেশনের পেটি অফিসার মোকসেদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত টহল পরিচালনা সময়ে ফাতরার বনে একজন ব্যক্তিকে প্লাস্টিকের ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে ওই ব্যক্তিকে ডাক দিলে সে ব্যাগ রেখে পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশি করে একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। তক্ষকটি ১৩ ইঞ্চি লম্বা ও ওজনে ২০১ গ্রাম। উদ্ধারকৃত তক্ষকটিকে বন বিভাগ ও উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

এর আগে, বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতি সড়কের মজিদ মৃধার বসতঘর থেকে তিনটি তক্ষক পাচারকালে পাঁচ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এবং বুধবার (৪ জানুয়ারি) দিনগত রাতে জেলার আমতলী উপজেলায় অভিযান চালিয়ে দু’টি জীবিত তক্ষক পাচারকালে মো. সাইদুর রহমান গাজী নামে এক ব্যক্তিকে (৫৬) আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।