ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে দুই শতাধিক রোগী পেল বিনামূল্যে চিকিৎসা সেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফরিদপুরে দুই শতাধিক রোগী পেল বিনামূল্যে চিকিৎসা সেবা

ফরিদপুর: ফরিদপুরে অসহায় হতদরিদ্র দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে আদর্শ পাঠাগার ও স্বেচ্ছাসেবী নামের একটি প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরের দক্ষিণ চরকমলাপুর এলাকায় এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন।

 

আদর্শ পাঠাগারের সভাপতি ফয়সাল আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডা. এম এম শাহিনুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মনিরুল ইসলাম, ডা. মো. মিজানুর রহমান, ডা. মো. আশিকুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, ওয়ার্ড কাউন্সিলর মোবারক খলিফা প্রমুখ।  

অনুষ্ঠানে অসহায় দুই শতাধিক নারী পুরুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।