ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনা নদীতে ভাসছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
মেঘনা নদীতে ভাসছিল যুবকের মরদেহ প্রতীকী ছবি

ভোলা: ভোলায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ মার্চ) দুপুরের দিকে মেঘনার তুলাতলী পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভেলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে মেঘনার তুলাতলী পয়েন্টে নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ ও নৌপুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নামপরিচয় পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে নৌপুলিশের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।