ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত রাণীনগর থানা

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আমির হোসেন (৬০) নামে চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার বান্দায়খাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির নাটোর জেলার বড়ই গ্রামের মৃত দিলবর রহমানের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরের দিকে ট্রাক নিয়ে বান্দাইখাড়া বাজারে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে যাত্রী ছাউনিতে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আমির গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। দুর্ঘটনাক কবলিত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।