ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৩ মার্চ) ভোর ৬টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচের মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশা চালক, পথচারী ও পুলিশ কর্মকর্তাদের ওপর একটি পিকআপ ভ্যান উঠে যায়। এতে অটোরিকশা চালক আকবরসহ (৪০) যাত্রাবাড়ী থানা থেকে সেখানে কর্মরত পুলিশ কর্মকর্তা এসআই আজহারুল ও এসআই বাশার, পথচারী হাসান (৩৭) ও সোহেল (৩৫) আহত হোন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পথচারী হাসান।

মরদেহ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যান চালক ও হেলপারকে আটকসহ গাড়িটি জব্দ করা হয়েছে।

নিহত আকবর ভোলা জেলার লালমোহন উপজেলার আবুল কালামের ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ী  দক্ষিণ কুতুবখালি এলাকায় থাকতেন। হাসানের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।