ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিশু-কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিশু-কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন  ছবি: ডিএইচ বাদল

ঢাকা: বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার অষ্টম জাতীয় সম্মেলনে (২০২৩-২০২৫) সভাপতি পদে মিয়া মনসফ ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটন পদে নির্বাচিত হয়েছেন।  

নবনির্বাচিত নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

 

শুক্রবার (৩ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এ শ্রদ্ধাজ্ঞাপন করেন।

সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এই সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল কুমার মালো, বাসুদেব মৈত্র, অভি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মাহমুদুল আলম তারেক, নবেন্দু সাহা নব, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক শিমুল, শেখ নুর কুতুবুল আলম ও সহ-প্রচার সম্পাদক মো. হাবিবুল্লাহ মেজবাহ-সহ অন্যান্য নেতৃবৃন্দ।    

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এনবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।