ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ৭

রাঙামাটি: জেলার বাঘাইছড়ি উপজেলায় পর্যটকবাহী চাঁন্দের গাড়ি পাহাড়ি খাদে পড়ে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাত পর্যটক আহত হয়েছেন।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে উপজেলার সাজেক ইউনিয়নের সাজেক পর্যটন কেন্দ্রের খাসরাং রিসোর্টের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম ফারদিন হাসান বিশাল (৩৫)।

জানা যায়, দুর্ঘটনা কবলিত গাড়িটির নম্বর ময়মনসিংহ-ক ২২২। নিহত যুবকের বাড়ি রাজধানী ঢাকার শ্যামপুর এলাকায়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে  কংলাক পাহাড় থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁন্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে পর্যটক ফারদিন নিহত হন ও বেশ কয়েকজন আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।