ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

লামায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০০, ডিসেম্বর ২৬, ২০২৪
লামায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

ঢাকা: বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

একই সঙ্গে অগ্নিদগ্ধ ঘর পুনঃনির্মাণসহ সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশও সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে জানানো হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, বান্দরবান পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে তাদের কর্মকর্তাদের পাঠিয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযানও চালিয়েছে। এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।

আরও বলা হয়, বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক (জেলা প্রশাসন প্রধান) ও বান্দরবান পার্বত্য জেলার পুলিশ প্রধানরা গ্রামটি যাবেন। অগ্নিদগ্ধ ঘর পুনঃনির্মাণে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশও সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এমইউএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।