ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে গাঁজা ও বিদেশি মদসহ আটক দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
মাদারীপুরে গাঁজা ও বিদেশি মদসহ আটক দুই

মাদারীপুর: মাদারীপুরে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ৮।  

শুক্রবার (৩ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার আছমত আলী খান সেতু সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে গাঁজা ও বিদেশি মদসহ তাদের আটক করে।

 

আটকরা হলেন- কুমিল্লা জেলার বনপাড়া থানার রামচন্দ্রপুর এলাকার আবুল হোসেনের ছেলে শাকিল হোসেন (২০) এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার সালদানদী নোয়াপাড়া গ্রামের মো. হাসেমের ছেলে সাকিব (২২)।

শনিবার (৪ মার্চ) দুপুরে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. মুহতাসিম রসুল ও স্কোয়াড কমান্ডার এএসপি লুতফর এর নেতৃত্বে র‌্যাবের একটি দল মাদারীপুর সদরের আছমত আলী খান সেতুর টোল প্লাজা সংলগ্ন মহাসড়কে অভিযান পরিচালনা করে ৩২ কেজি গাঁজা ও বিদেশি ব্রান্ডের এক বোতল মদসহ ২ মাদক বিক্রেতা আটক করে। এসময় তাদের নিকট হতে ২টি মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ১ হাজার ৯শত টাকা জব্দ করা হয়।  

আটককৃতরা পেশাদার আন্তঃজেলা মাদক কারবারি এবং তারা দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় গাঁজা ও বিদেশি মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। জব্দকৃত গাঁজা, বিদেশি মদ ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।