ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে ৮ স্বর্ণের বারসহ যুবক আটক 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
গোদাগাড়ীতে ৮ স্বর্ণের বারসহ যুবক আটক 

রাজশাহী: রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালিয়ে আটটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে গোদাগাড়ী থানা পুলিশ।  

শনিবার (৪ মার্চ) দুপুরে মহাসড়কের গোদাগাড়ী সরকারি কলেজের সামনে থেকে স্বর্ণের বারগুলোসহ তাকে আটক করা হয়।

 

তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় করে এই স্বর্ণের বারগুলো বিক্রি করতে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আটক যুবকের নাম মো. কামরুজ্জামান (২৭)। তিনি পাশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বকচর গ্রামের আবদুল মান্নানের ছেলে। তাকে বর্তমানে গোদাগাড়ী থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরাও পুলিশের সাথে ছিল। পুলিশ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে আগে থেকেই অবস্থান নেয়। এ সময় কামরুজ্জামান ব্যাটারিচাালিত অটোরিকশায় করে আসছিলন। তিনি গোদাগাড়ী সরকারি কলেজের সামনে আসলে পুলিশ তাকে থামায়।

এ সময় তার কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। পরে আটটি স্বর্ণের বারসহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ওজন করে বলা যাবে আটটি স্বর্ণের বারের আনুমানিক মূল্য কত। আপাতত তাকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

জিজ্ঞাসাদ শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান রাজশাহীর গোদাগাড়ী থানার ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।