ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

'শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড' পেলেন বদরুল আহসান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
'শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড' পেলেন বদরুল আহসান

ঢাকা: প্রথমবারের মতো চালু হওয়া 'শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড' পেয়েছেন লেখক ও সাংবাদিক সৈয়দ বদরুল আহসান। বাংলাদেশের সাংবাদিকতার দিকপাল প্রয়াত সাংবাদিক শাহ আলমগীরের সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা রেখে এ অ্যাওয়ার্ড চালু করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।

শনিবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সৈয়দ বদরুল আহসানকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। তবে তিনি দেশের বাইরে থাকায় তার পক্ষ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন তার ছোট ভাই ও বোন।

এখন থেকে প্রতি বছর একজন বরেণ্য ব্যক্তিকে এ অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন বিজেসির নেতারা।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে সৈয়দ বদরুল আহসান বলেন, সব সময় সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করার চেষ্টা করেছি। লেখার মধ্য দিয়ে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি।

এ বছর 'শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডে'র জুরি বোর্ডের চেয়ারম্যান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ স ম আরেফিন সিদ্দিকী। তিনি শাহ আলমগীরের স্মৃতিচারণ করে বলেন, সাংবাদিকতা হলো মানবকল্যাণে নিয়োজিত একটি পেশা। আর এ সাংবাদিকতাকে একাডেমিতে রূপ দিয়েছিলেন শাহ আলমগীর। তিনি ছিলেন সাংবাদিকতার দিকপাল। এ অ্যাওয়ার্ডের মধ্য দিয়ে শাহ আলমগীর সাংবাদিকদের মাঝে বেঁচে থাকবেন।
 
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, শাহ আলমগীর ছিলেন আপোষহীন সাংবাদিক। তিনি একজন ভালো মানুষ ছিলেন। আমরা প্রথম অ্যাওয়ার্ডটি এমন একজন ব্যক্তিকে দিতে পেরেছি, যিনি শাহ আলমগীর না হলেও তার মধ্যে শাহ আলমগীরের প্রতিচ্ছবি রয়েছে।

বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, বিজেসির সদস্য সচিব শাকিল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল আহমেদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
এসসি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।