ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফায়ার ফাইটার নয়নের জানাজা, অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
ফায়ার ফাইটার নয়নের জানাজা, অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা: সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে সড়কে কর্মরত অবস্থায় ট্রাকের ধাক্কায় নিহত ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়নের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জোহরের নামাজের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে (বঙ্গবাজারের বিপরীতে) নয়নের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার মধ্য রাতে আগুন নেভানোর কাজ করতে গিয়ে রাত ৩টা ১৫ মিনিটের দিকে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন নয়ন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানাজা শেষে আগুনযোদ্ধা নয়নের লাশবাহী অ্যাম্বুলেন্স তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। সেখানেই নয়নের দাফন হবে।

ফায়ার সার্ভিসের পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন নয়ন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নয়ন তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন। তিনি দুই বছর যাবৎ ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।