ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
বিমানবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি (পুরুষ) নিহত হয়েছেন।  

রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫৫ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উত্তর পাশের গেটসংলগ্ন লাইনে মহানগর এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়েন তিনি।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলী আগবর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত ব্যক্তির কোনো নাম-পরিচয় জানা যায়নি। গায়ে কাঁথা জড়ানো ছিল, দেখে ভবঘুরে মনে হয়েছে।  

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।  
 
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।