ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সায়েন্সল্যাবে ভবন বিস্ফোরণে দগ্ধ ৫, আহত ঢাবি ছাত্র

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
সায়েন্সল্যাবে ভবন বিস্ফোরণে দগ্ধ ৫, আহত ঢাবি ছাত্র

ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় ফিনিক্স ইনস্যুরেন্স অফিসের ব্রাঞ্চ প্রধানসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্ট্যাডিজ বিভাগের শেষ বর্ষের ছাত্র নুরুনবী (২৪) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দগ্ধরা হলেন-অফিসে থাকা ব্রাঞ্চ ম্যানেজার আকবর আলী (৫২), অ্যাকাউন্টস অফিসার ও তার ভাতিজা আশরাফুজ্জামান রাজু (৩৫) সিনিয়র অফিসার হাফিজুর রহমান (৩৬) অ্যাডমিনে কর্মরত আয়েশা আক্তার আশা (২৭) ও পিয়ন জহুর আলী (৫৬)। তাদের মধ্যে ব্রাঞ্চ প্রধানের ৩৭, অ্যাডমিন অফিসার আশার ৩৮ ও পিয়নের ৪৪ শতাংশ শরীর পুড়ে গেছে।

ঢাবি ছাত্র নুরুনবীর সহপাঠী মাজহারুল ইসলাম জানান, সকালে বিশ্ববিদ্যালয় ক্লাস করে নুর নবী যাচ্ছিল এক বাসায় কোচিং করাতে। ধারণা করা হচ্ছে ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণের অংশবিশেষ এসে তার মাথায় আঘাত করে। পরে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে থাকে সে।

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার আলাউদ্দিন জানান, বিস্ফোরণের ঘটনায় ১২ থেকে ১৫ জন হাসপাতালে এসেছে। সবাইকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখনও চারজন ভর্তি আছেন। ঢাবির শিক্ষার্থীর নূরনবী ছাড়াও আরও ভর্তি আছেন সিএনজি চালক সোহেল খান (৩০) পথচারী জাকির হোসেন জুয়েল (২৩)  ও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের দোকান কর্মচারী কবির হোসেন  (২০)। সবারই মাথায় আঘাত ছিল। এছাড়া ঢাবির ছাত্রের মাথায় আঘাতের পাশাপাশি পায়েও আঘাত রয়েছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু বিকেলের দিকে জানান, বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। ওই ফিনিক্স ইনস্যুরেন্সের অফিসে বিস্ফোরণের ঘটনা ঘটে।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেন জানান, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা সামান্য দগ্ধ হলেও তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।