ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মতলবে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
মতলবে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নারায়ণপুর বাজারে সেবামূল্য তালিকা প্রদর্শন না করা, পরীক্ষার ফি নির্ধারিত মূল্যের চাইতে বেশি রাখা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসহ ছয় প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৫ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল অভিযান পরিচালনা করেন।

তিনি বাংলানিউজকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে নারায়ণপুর বাজারের নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে আট হাজার টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে আট হাজার টাকা, মীম ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা, আধুনিক ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, শেখ ফার্মেসিকে তিন হাজার টাকা ও ম্যাক্স ডিজিটাল হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করে মতলব দক্ষিণ থানার পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।