ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের দাবি

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
চা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের দাবি বকেয়া মজুরির দাবিতে মিছিল। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: চা শ্রমিকদের ২০ মাসের পূর্ণাঙ্গ বকেয়া মজুরি পরিশোধ করার দাবিতে মৌলভীবাজারে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ মার্চ) দুপুরে মৌলভীবাজার চৌমুহনায় বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রার্জী পাশীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কিরন শুল্কবৈদ্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, অ্যাডভোকেট আবুল হাসান, মৌলভী চা বাগান পঞ্চায়েতের সদস্য রতন লাল, রাজনগর চা বাগান ফেডারেশনের সভাপতি আকাশ রিক্সমনসহ বিভিন্ন চা বাগানের শ্রমিক প্রতিনিধি।

চা শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ২০ মাসের বকেয়া মজুরি ৩০ হাজার টাকা দিতে হবে। কোনোভাবে আংশিক বকেয়া ১১ হাজার টাকা দেওয়ার যে শ্রমিক স্বার্থবিরোধী সিদ্ধান্ত সেটা চা শ্রমিকরা মেনে নেবে না।

সমাবেশ পরবর্তীতে শহরে শ্রমিক স্বার্থবিরোধী আংশিক বকেয়া ১১ হাজার টাকা প্রদান প্রত্যাখান করে পূর্ণাঙ্গ বকেয়া মজুরি দেওয়ার দাবিতে মিছিল করা হয়।

 বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
বিবিবি/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।