নওগাঁ: নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আমেনা বেগম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (০৬ মার্চ) দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম উপজেলার গনেশপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে।
এছাড়া আহতরা হলেন- একই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ভ্যান চালক আব্দুল মান্নানের ছেলে আকাশ (১৯) ও ফলবিক্রেতা নেকবরের ছেলে মানিক (২২)। এদের মধ্যে আহত আকাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে আমেনা বেগম মাঠে ছাগল রেখে নীলকুঠি মোড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সতীহাট থেকে ফেরীঘাটগামী একটি মোটরসাইকেল বালুবাহী একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে পেছন থেকে আসা দ্রুতগামী বালুবাহী ট্রাক্টরটি আমেনাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এফআর