ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের পার্সপোর্ট অফিস থেকে ৬ দালাল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
ফরিদপুরের পার্সপোর্ট অফিস থেকে ৬ দালাল আটক

ফরিদপুর: ফরিদপুরের আঞ্চলিক পার্সপোর্ট অফিস থেকে ৬ জন দালালকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

রোববার (০৫ মার্চ) বিকালে ফরিদপুর শহরের কুঠিবাড়ি কমলাপুরে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- আল-আমিন শেখ (২৮), মো. আবু রাসেল (৪২), মো. ইমরান শেখ (২২), মো. ফয়সাল ভূইয়া (২৬), মো. রাজিব মোল্যা (২৮) ও মো. রাব্বি মোল্যা (২৮)। তাদের সবার বাড়ি জেলা শহরের বিভিন্ন এলাকায়।  

আটকদের সোমবার (০৬ মার্চ) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।  

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রাকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভুক্তভোগী এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ও পুলিশ সুপারের নির্দেশে ফরিদপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ৬ দালাল আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মামলা দায়ের শেষে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।