ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসি গরুর মাংসে রঙ দিয়ে বিক্রি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
বাসি গরুর মাংসে রঙ দিয়ে বিক্রি!

বাগেরহাট: কৃত্রিম রঙ মিশিয়ে বাসি গরুর মাংস বিক্রির অপরাধে বাগেরহাটে বরকত উল্লাহ নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর। সোমবার ( ৬ মার্চ) দুপুরে বাগেরহাট কাঁচাবাজার সংলগ্ন শহর রক্ষা বাঁধ এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

দুই থেকে তিনদিন আগের বাসি গরুর মাংস তাজা দেখাতে কৃত্রিম রঙ মিশিয়ে বিক্রি করেছিলেন বরকত উল্লাহ।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাংসের দোকানে অভিযান চালানো হয়।

এসময় ওই দোকানে রঙের প্যাকেট ও কয়েকদিন আগের বাসি মাংস পাওয়া যায়। এ ঘটনায় বরকত উল্লাহ নামে ওই মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কিছু কিছু দোকানে গরুর মাংসের সঙ্গে মহিষের মাংস মিশিয়ে বিক্রি করার অভিযোগ রয়েছে। সেসব দোকানেও অভিযান চালানোর কথা বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।