ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

হাতিরঝিলে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৮ এএম, মার্চ ৭, ২০২৩
হাতিরঝিলে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক 

ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিম খানকে (৪০) আটক করেছে র‌্যাব-৩।

আটক আসামি মো. জসিম খান রাজধানীর শাহজাহানপুরের ঝিলপাড় এলাকার ৩০৮ নম্বর বাসার লোকমান খানের ছেলে।

 

সোমবার (৬ মার্চ) রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন আইটি রোড মালিবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।  

মঙ্গলবার (৭ মার্চ) সকালে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, আটক আসামির বিরুদ্ধে রাজধানীর রমনা মডেল থানায় ২০২০ সালের একটি মাদক মামলা রয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ওই মামলায় আদালত আসামিকে ১ বছর কারাদণ্ড প্রদানের রায় ঘোষণা করেন। মামলার পর জামিনে মুক্ত হয়ে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলেন।

আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এসজেএ/এসএ

বাংলাদেশ সময়: ১০:৫৮ এএম, মার্চ ৭, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।