ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরিকল্পনার অভাবে কোটি কোটি টাকা গচ্চা!

মো. আমিরুজ্জামান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
পরিকল্পনার অভাবে কোটি কোটি টাকা গচ্চা!

নীলফামারী: সঠিক পরিকল্পনার অভাবে ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশন থেকে নতুন অনেক স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। মাত্র কয়েক বছর আগে করা এসব ভবনসহ স্থাপনাগুলো ভেঙে অন্য স্থানে করার ফলে সরকারের কোটি কোটি টাকা লোকসান যাচ্ছে।

ভেঙে ভেলা ভবনগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে- ওয়াসফিট, উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী, ক্যারেস ও সিকলাইন কার্যালয়।

এগুলোর মধ্যে উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী, ক্যারেস ও সিকলাইন কার্যালয়টি স্থাপন করা হয়েছিল প্রায় কোটি টাকা ব্যয়ে। অথচ কয়েক বছরের ব্যবধানে সেগুলো এইচ এন এম কোম্পানির কাছে নিলামে বিক্রি করা হয়েছে মাত্র ৩ লাখ ৮৫ হাজার টাকায়। আবার কিছুদিন পরে ওই ভবনগুলো পুনরায় স্থাপন করতে সরকারকে আবারও গচ্চা দিতে হবে কোটি টাকা।

এসব বিষয়ে রেলের কোনো কর্মকর্তা মুখ খুলতে রাজি হচ্ছেন না।

এলাকাবাসী জানান, সরকারের যা কিছু কাজ তা পরিকল্পনা নিয়ে করা উচিত। নইলে অর্থ অপচয় ছাড়া কিছুই হবে না। এমন করে উন্নয়নের কিছুই হবে না।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।