ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে রিহ্যাব সেন্টারে যুবকের রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
ময়মনসিংহে রিহ্যাব সেন্টারে যুবকের রহস্যজনক মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার প্রভাত রিহ্যাব সেন্টারে আরমান (১৯) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ নিয়ে ভুক্তভোগী পরিবারে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

 

আরমান ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে প্রভাত রিহ্যাব সেন্টারে এই রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।  

নিহতের চাচাতো ভাই মগটুলা ইউনিয়নের ইউপি সদস্য শরাফ উদ্দিন জানান, আরমান গাঁজা ও পেস্টিংয়ে আসক্ত ছিল। এ কারণে পরিবারের সম্মতিতে সুস্থ করার জন্য তাকে প্রভাত রিহ্যাব সেন্টারের লোকজন গতকাল সোমবার (৬ মার্চ) বিকেলে সেন্টারে নিয়ে যায়।  

রাতে রিহ্যাব সেন্টারের লোকজন ফোন করে জানায় আরমান তাদের হয়রানি করছে। এরপর সকালে তারা জানায় আরমানের অবস্থা ভালো না, তাকে হাসপাতালে আনা হয়েছিল। সে মারা গেছে, আপনারা আসেন।

তিনি আরও বলেন, আমাদের ধারণা রাতে আরমানকে মারধর করা হয়েছে। ঘটনা বিস্তারিত জেনে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

তবে এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও প্রভাত রিহ্যাব সেন্টারের মালিক রনির কোনো বক্তব্য জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।